অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। তিন নতুন মুখ— ব্যাটসম্যান মারুমানি তাদিওয়াশে, পেসার চিভাঙ্গা তানাকা ও স্পিনার মাফুদজা তাপিয়াকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন। স্বাস্থ্য ইস্যুর কারণে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সর্বশেষ সিরিজে ছিলেন না এই দুই অভিজ্ঞ তারকা। এ ছাড়া ৫ বছর পর দলে ফিরেছেন লুক জঙে। তবে হাতের চোটের কারণে দলে নেই সিকান্দার রাজা।
জিম্বাবুয়ে স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), বার্ল রায়ান, চাকাবা রেগিস, চিভাঙ্গা তানাকা, আরভিন ক্রেইগ, জঙে লুক, কামুনহুকামায়ো তিনাশে, মাধভেরে ওয়েসলি, মারুমানি তাদিওয়াশে, মাসাকাদজা ওয়েলিংটন, মাফুদজা তাপিয়া, মুজারাবানি ব্লেসিং, নাগারাভা রিচার্ড, ব্রেন্ডন টেলর, তিরিপানো ডোনাল্ড।