অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। কুম্ভ মেলা থেকে ফিরলেই এবার কোয়ারেন্টাইন বাধ্য়তামূলক করল দিল্লি সরকার। দেশজুড়ে করোনা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এই নির্দেশ জারি করেছে দিল্লি সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কুম্ভ মেলাতেও দ্রুত ছড়িয়েছে সংক্রমণ।
তাই হরিদ্বারের কুম্ভ মেলা থেকে যাঁরা ফিরেছেন তাঁদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নির্দেশ বাধ্যতামূলক। যদি কেউ এই নির্দেশের অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ৪ এপ্রিল থেকে এখনও পর্যন্ত যারা কুম্ভ মেলায় গিয়েছেন তাঁদের দিল্লি সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। নোটিস জারি হওয়ার ২৪ দিনের মধ্যেই এই তথ্য দিতে হবে। শুধু দিল্লি নয়।
এই নির্দেশিকা জারি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ওড়িশা সহ একাধিক রাজ্যে। কুম্ভ মেলায় যেভাবে করোনা সংক্রমণের হার বেড়েছে, তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত। করোনা পরিস্থিতিতে কুম্ভ মেলাকে প্রতীকী করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “এবার যেন করোনা মহামারীর কথা মাথায় রেখেই প্রতীকী ভাবে কুম্ভমেলা পালন করা হোক।” তিনি আরও বলেন, “আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অবধেশানন্দ গিরিজির সঙ্গে আজ ফোনে কথা বলেছি। সমস্ত সন্তদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিয়েছি। প্রশাসনের সঙ্গে সন্ন্যাসীরা সহযোগিতা করছেন। এর জন্য আমি তাঁদের ধন্যবাদ জানিয়েছি।”
এরপরই শনিবার জুনা আখাড়ার তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জারি করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, করোনা পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে কুম্ভ মেলায় আর তারা অংশ নেবে না। জুনা আখাড়ার মহামন্দালেশ্বর স্বামী অবদেশানন্দ গিরি টুইটারে জানিয়েছেন, মানুষের সুস্থ থাকা তাঁদের কাছে অগ্রাধিকার পায়। করোনা সংক্রমণের সংখ্যা যেভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তার দিকে তাকিয়েই জুনা আখাড়া সিদ্ধান্ত নিয়েছে তারা আর কুম্ভ মেলায় অংশ নেবে না। সূত্রের খবর, মেলা যোগ দেওয়া অন্যান্য আখাড়াও মেলা থেকে ফিরে যাওয়ার কথা ভাবছে।