জুডিশিয়াল অফিসারদের বড়সড় বদলির তালিকা প্রকাশ করল ত্রিপুরা হাইকোর্ট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল অফিসারদের জাম্বো বদলির তালিকা প্রকাশ করেছে৷ প্রকাশিত তালিকায় গ্রেড ওয়ান’টু এবং থ্রি জুডিশিয়াল অফিসারদের নাম রয়েছে যাতে পশ্চিম ত্রিপুরার জেলা ও দায়রা জজকেও বদলি করা হয়েছে৷

শুক্রবার প্রকাশিত এই তালিকানুযায়ী পশ্চিম ত্রিপুরার জেলা ও দায়রা জজ এস দত্ত পুরকায়স্থকে খোয়াইতে জেলা ও দায়রা জজ হিসেবে স্থানান্তরিত করা হয়েছে৷ ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজের পদ থেকে জে.এম. মুড়াসিংকে হাইকোর্টের রেজিস্ট্রার (ভিজিল্যান্স) হিসেবে বদলি করা হয়েছে৷ ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব অংশুমান দেববর্মাকে পশ্চিম ত্রিপুরার জেলা ও দায়রা জজের দায়িত্ব প্রদান করা হয়েছে৷

ঊনকোটি জেলার পারিবারিক আদালতের জজ অরিন্দম পাল সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পেয়েছেন৷ পশ্চিম জেলার পারিবারিক আদালতের জজ আশুতোষ পাণ্ডে দক্ষিণ জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব সামলাবেন৷ পশ্চিম জেলার পারিবারিক আদালতের অতিরিক্ত জজ প্রকাশ কুমার ঊনকোটি জেলায় অতিরিক্ত দায়রা জজ হিসেবে বদলি হয়েছেন৷

ধলাই জেলার পারিবারিক আদালতের জজ সঞ্জয় ভট্টাচার্যকে ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব হিসেবে বদলি করা হয়েছে৷ ঊনকোটি জেলার অতিরিক্ত দায়রা জজ সুদীপ্তা চৌধুরী পশ্চিম জেলার পারিবারিক আদালতের জজ হিসেবে দায়িত্ব পেয়েছেন৷ ধর্মনগরে পারিবারিক আদালতে জজ হয়েছেন রবি দাহিয়া৷ তিনি হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটি সচিব পদে নিযুক্ত ছিলেন৷

পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা জজ ভি.পি. দেববর্মা এই জেলার পারিবারিক আদালতে অতিরিক্ত জজ হিসেবে বদলি হয়েছেন৷ পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা জজ ধীমান দেববর্মা কৈলাসহর পারিবারিক আদালতে জজ’র দায়িত্ব সামলাবেন৷ গ্রেড-ওয়ান জুডিশিয়াল অফিসার রামদাস চট্টোপাধ্যায় ধলাই জেলার আমবাসা পারিবারিক আদালতের জজ হিসেবে দায়িত্ব পালন করবেন৷

গ্রেড ওয়ান জুডিশিয়াল অফিসার মৃদুল চক্রবর্তী উত্তর জেলার কৈলাসহর থেকে পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা জজ পদে বদলি হয়েছেন৷ তিনি সংশ্লিষ্ট জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের দায়িত্ব সামলাবেন৷ গ্রেড ওয়ান জুডিশিয়াল  অফিসার রাজীব ভট্টাচার্য গোমতী জেলা থেকে হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির সচিব পদে বদলি হয়েছেন৷

গ্রেড ওয়ান জুডিশিয়াল অফিসার উত্তম ঋষিদাস সিপাহীজলা জেলা থেকে দক্ষিণ জেলার বিলোনিয়াতে পারিবারিক আদালতের জজ হিসেবে বদলি হয়েছেন৷ গ্রেড ওয়ান জুডিশিয়াল অফিসার অমরেন্দ্র কুমার সিং পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা জজ পদের দায়িত্ব পেয়েছেন৷

খোয়াই জেলার সিজেএম শুভ্র নাথ গোমতী জেলার সিজেএম পদে বদলি হয়েছেন৷ তিনি একাধারে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) হিসেবেও দায়িত্ব সামলাবেন৷ ঊনকোটি জেলার সহকারী দায়রা জজ’র দায়িত্ব পেয়েছেন আগরতলা পারিবারিক আদালতের প্রিন্সিপাল কাউন্সিলার ঝুমা দত্ত চৌধুরী৷

তিনি একাধারে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) পদের দায়িত্ব সামলাবেন৷ গোমতী জেলার সিজেএম ধর্মেন্দু দাস খোয়াই জেলার সিজেএম পদে বদলি হয়েছেন৷ গ্রেড ওয়ান অফিসার দেবলীনা কিলিকদারকে গোমতী জেলার সহকারী দায়রা জজ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে৷ তিনি সিভিল জজ (সিনিয়র ডিভিশন) হিসেবেও দায়িত্ব সামলাবেন৷

জুডিশিয়াল অফিসার সর্বজিৎ চৌধুরী সোনামুড়ার সিজেএম পদের দায়িত্ব পেয়েছেন৷ জুডিশিয়াল অফিসার অপরাজিতা দেববর্মাকে বিলোনিয়া থেকে পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষে বদলি করা হয়েছে৷ তিনি জেলা সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন৷ দক্ষিণ জেলার সহকারি দায়রা জজ ও সিভিল জজ (সিনিয়র ডিভিশন) হয়েছেন সুশান্ত দেববর্মা৷

ধর্মনগরের সহকারি দায়রা জজ তথা সিভিল জজ (সিনিয়র ডিভিশন)’র দায়িত্ব সামলাবেন সৌরভ সাহা৷ সিভিল জজ (সিনিয়র ডিভিশন) হেনা বেগম বিলোনিয়া থেকে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি পদের দায়িত্ব পেয়েছেন৷ এছাড়াও এই বদলির তালিকায় রয়েছেন খোয়াই জেলার সিভিল জজ (সিনিয়র ডিভিশন) ইশিকা দান৷

তিনি আগরতলা পারিবারিক আদালতের প্রিন্সিপাল কাউন্সিলরের দায়িত্ব সামালাবেন৷ এই তালিকায় গ্রেড-থ্রি জুডিশিয়াল অফিসার অমরজিৎ দে, রাজা গুপ্ত, দীপা ভট্টাচার্য এবং সঞ্জন লাল ত্রিপুরার নাম রয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?