অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। পৃথিবী জুড়ে চলছে কালান্তক করোনার কালবেলা৷ মারণ ব্যাধির থাবায় বিপর্যস্ত গোটা দুনিয়া। রেহাই নেই ভারতেরও। দীর্ঘমেয়াদি লকডাউন কাটিয়ে নিউ নর্মাল পর্বেও স্বস্তি দিচ্ছে না দেশের দৈনিক সংক্রমণের গ্রাফচিত্র।
বরং করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো কাবু সারাদেশ।আর ভারতের এই বর্তমান করোনা পরিস্থিতিকে ১৯৯৯ সালের জম্মু-কাশ্মীর সীমান্তে তিনমাস ধরে চলা কার্গিল যুদ্ধের থেকেও ভয়ংকর বলে দাবি করেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক।
জেনারেল বেদ মালিক কারগিল যুদ্ধের সময় ভারতীয় সেনা প্রধান ছিলেন।দেশের দৈনিক করোনার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে রবিবার একটি টুইটে তিনি বলেন, ” ভারতের যা অবস্থা তা কার্গিল যুদ্ধের থেকেও ভয়াবহ।
প্রতিদিন করোনা সংক্রমণের জেরে যেভাবে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন তাতে তিন মাস ধরে চলা কার্গিল যুদ্ধের সময়ও বোধহয় এত সংখ্যক মানুষ মারা যাননি। তিনি আরও বলেন, দিল্লি সীমান্তে কৃষকদের আনদোলন অন্যদিকে পশ্চিমবঙ্গে যেভাবে ভোটের র্যালি, রোড-শো, প্রচার জনসভা চলছে তাতে আগামীদিনে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা যথেষ্ট চিন্তার বিষয়।