অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। পিছিয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা (জেইই মেন)-এর পরীক্ষা। করোনার কারণে রবিবার এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা-র দুটি পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হয়ে গিয়েছে। এটা ছিল তৃতীয় পরীক্ষা।
যা হওয়ার কথা ছিল আগামী ২৭-৩০ এপ্রিল। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফে। সোশ্যাল মিডিয়ায় রমেশ পোখরিয়াল জানিয়েছেন, ‘‘আমি আবারও বলতে চাই, ছাত্রছাত্রীদের শারীরিক ভাবে সুস্থ থাকা এবং তাদের ভবিষ্যতে শিক্ষায় যাতে কোনও বাধা না আসে, সেটাই এই মুহূর্তে আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ।
কবে পরীক্ষা হবে, তা শীঘ্রই জানানো হবে। দিনক্ষণ ঘোষণা এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের ব্যবধান থাকবে।’ তবে শুধু জেইই মেন-এর পরীক্ষা নয়। করোনার কারণে এর আগে শুক্রবার আইসিএসই এবং আইএসসি-এর পরীক্ষাও পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।