লকডাউনের মিথ্যা গল্প গুজব ছড়িয়ে পকেটে কাটছে একাংশ অসাধু ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।।
নাভিশ্বাস সাধারণ মানুষের৷ লকডাউনের মিথ্যা সুড়সুড়ি দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি অসাধু ব্যবসায়ীদের৷ নির্বিকার প্রশাসন৷ গোটা দেশের সাথে রাজ্যও দ্বিতীয় দফায় করোনা মহামারির প্রকোপ শুরু হতেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি করে দিয়েছেন৷ অভিযোগ অসাধু ব্যবসায়ীরা গোটা বাজারে প্রচার করে দিয়েছেন পুনরায় লকডাউন হতে চলেছে অতি শীঘ্রই৷

আর এই খবর চাউর হতেই প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়৷ এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করে দিয়েছে৷ উদয়পুর মহকুমার বিভিন্ন গ্রামীণ বাজার, শহর সর্বত্রই নিত্যপ্রয়োজনীয় জিনসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটছে৷

বিশেষ করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দেয়৷ এছাড়া আলু, পেঁয়াজ এর দাম ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে৷ অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি করাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের৷

অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের আকশছোঁয়া মূল্যবৃদ্ধি করলেও প্রশাসন সম্পূর্ণ কুম্ভনিদ্রায় রয়েছে৷ কোনো এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত  অবৈধ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন৷ এদিকে রেশনের মাধ্যমে ডাল দেওয়া বন্ধ হয়ে রয়েছে প্রায় তিন মাস যাবৎ৷ রেশনে ডাল না দেওয়ায় খোলাবাজারে ডালের দাম বৃদ্ধি পেয়েছে৷

এদিকে সরকারি ন্যায্যমূল্যের দোকানে কেরোসিনের দামও ব্যাপক বৃদ্ধি পেয়েছে৷ সব মিলিয়ে দ্বিতীয় দফায় করোনা মহামারির প্রকোপে লকডাউনের মিথ্যা সুড়সুড়ি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে একপ্রকার হতাশ হয়ে পড়েছেন গ্রামীণ এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ৷

প্রতিদিনের রোজগারের বিশাল একটা অংশ চলে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের অর্থভাণ্ডারে৷  প্রশাসন থেকে অতি শীঘ্রই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি উঠেছে সমাজের বুদ্ধিজীবী মহল থেকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?