অনলাইনে কোমরের ব্যাথার ওষুধ অর্ডার করে হাতে পেলেন সেক্সের টেবলেট ও লোশন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ এপ্রিল।। অনলাইনে ওষুধ বুকিং করেছিলেন উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত বনকর্মী মাধব বিশ্বাস৷ এপ্রিল মাসের ২ তারিখ ফোন করে কোমর ব্যথার ওষুধ বুকিং করেছিলেন৷

কোম্পানি ফোন নম্বর ছিল ৬২৮৯৩০১০৭৯৷ ওষুধ বুকিং করার একদিন পর কোম্পানি ওষুধ পাঠিয়ে দেয়৷ ডেলিভারি বয় ওষুধ মাধব বিশ্বাসের বাড়ি পৌঁছে দিয়ে উনার থেকে ১৯৫০ টাকা নিয়ে যায় ওষুধের দাম বাবদ৷

বাড়ি গিয়ে প্যাকেট খোলা মাত্র দেখতে পান যে প্যাকেটে কোমর ব্যথার ওষুধ নেই৷ প্যাকেটে রয়েছে বিভিন্ন জাতের সেক্সের ট্যাবলেট এবং সেক্সের লোশন৷ যা দেখে রীতিমতো আঁতকে উঠেন ৬৫ বছরের বৃদ্ধ মাধব বিশ্বাস৷ ওষুধের বাক্সে কোম্পানির নাম দিব্যাশ্রী৷

যার অ্যাড্রেস ট্র্যাক নম্বর হলো টিটিএসএ০২৮৭১১৷ বহুবার মাধববাবু ডেলিভারি বয়-এর সঙ্গে ওষুধ পাল্টে দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন৷ কোম্পানি ওষুধ পাল্টে দেবে বলে মাধব বিশ্বাসকে ঘুরাচ্ছে৷ এমনটাই অভিযোগ করেছেন উনি৷

কোমার ব্যথায় অস্থির মাধববাবু এখন কোম্পানি থেকে ওষুধ ফেরত না পেয়ে ব্যর্থ মনোরথ নিয়ে ভোক্তা আদালতের শরণাপন্ন হতে যাচ্ছেন, এমনটাই জানান উনি৷ অনলাইন বুকিং করে হামেশাই প্রতারণার শিকার হচ্ছে মানুষ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?