আসিয়ান সম্মেলনে যোগ দেবেন মিয়ানমারের জান্তা প্রধান

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে আগামী ২৪ এপ্রিল যোগ দিবেন তিনি।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সম্মেলনটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাঙ্গরাত শনিবার (১৭ এপ্রিল) রয়টার্সকে বলেন, জাকার্তায় আসিয়ান সম্মেলনে জোটের ১০ দেশের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এর মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং রয়েছেন।

তবে এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মিন অং হ্লাইং গণতন্ত্রের প্রতীক অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমার উত্তাল রয়েছে।

দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে দেশটিতে সেনা-পুলিশের গুলিতে এখন পর্যন্ত শিশুসহ ৭২৮ জন নিহত হয়েছে। নিজ দেশের মানুষের ওপর গুলি চালিয়ে হত্যার কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচিত হয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আসিয়ান সদস্যরাও জান্তার প্রতি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানালেও জান্তা সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?