অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। মাত্র ১২ মিনিটেই ৪ গোল করলো বার্সেলোনা, তার মধ্যে জোড়া গোল করলেন লিওনেল মেসি। কোপা দেল রে’র ফাইনালে নিজেদের ভয়ংকর রূপই দেখাল কাতালান জায়ান্টরা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো রোনাল্ড কোম্যানের দল। প্রথমার্ধটা হতাশা নিয়ে কাটাতে হয়েছে বার্সাকে।
বিরতির পরও সেই হতাশা বাড়ছিল। তবে ৬০তম মিনিটে বার্সাকে আনন্দে ভাসান আঁতোয়া গ্রিজম্যান। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে হেডে বিলবাওয়ের জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
এর তিন মিনিট পর জর্দি আলবার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। গোল করার পাশাপাশি আরও একটি গোলে অ্যাসিস্ট করেন ডাচ মিডফিল্ডার। হঠাৎ দুই গোল হজম করে তছনছ হয়ে যাওয়া বিলবাও খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই ডি ইয়ংয়ের পাসে ৬৮তম মিনিটে নিজের প্রথম গোল করে বসেন মেসি।
দলের পরের গোলটিও করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দীর্ঘদিনের সতীর্থ আলবার পাস থেকে। শেষ হয় ১২ মিনিটের বার্সা ঝড়।
এই দাপুটে জয়ে কোচ কোম্যানের অধীনে প্রথম শিরোপা জিতল কাতালান জায়ান্টরা। ২০১৯ সালের এটি তাদের প্রথম শিরোপা। ক্যাম্প ন্যুয়ে আসার পর নিজের প্রথম শিরোপা জয়ে কোম্যান বলেন, ‘শিরোপা জেতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’
কোপা দেল রে জিতলেও লা লিগা জয় অনিশ্চিত বার্সার। ৬৫ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে তারা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন দলেরই হাতে ম্যাচ আছে আর ৮টি করে।
লা লিগা জয় তাই কঠিনই হয়ে দাঁড়াবে বার্সার জন্য। নয়তো কোপা দেল রের শিরোপা নিয়েই মৌসুম শেষ করতে হবে কোম্যানকে। কারণ চলতি চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই ছিটকে গেছে বার্সা।
অন্যদিকে বিলবাওয়ের দুঃখটা যেন আরেকটু বেশি। টানা দুই বার কোপা দেল রের ফাইনাল খেলেও শিরোপা বঞ্চিত থাকতে হলো তাদের। গত বছর ০৩ এপ্রিল রিয়াল সোসিয়েদাদের কাছে শিরোপা জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয় বিলবাওকে।