লাগামহীন করোনার রাশ টানতে মোদিকে চিঠি দিলেন মনমোহন সিং

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। করোনায় কাবু গোটা দেশ। উদ্বিগ্ন কংগ্রেস শিবির। এই নিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন। ইতিমধ্যে মোদিকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। লাগামহীন করোনার রাশ টানতে মূলত পাঁচটি বিষয়ের উপর দিয়েছেন তিনি।

মনমোহন সিং তার চিঠিতে টিকাকরণ কর্মসূচি বাড়ানোর আহ্বান জনিয়েছেন। যদি সরকার এই সময় নির্দিষ্ট লক্ষমাত্রায় টিকা দিতে চায় তবে পর্যাপ্ত অর্ডার আগে থেকেই করা উচিত। তবেই উৎপাদকেরা সরবরাহের একটি সময়সূচী পাবে এবং নির্দিষ্ট সময়ে সরবরাহ করতে পারবে।দ্বিতীয় পরামর্শে মনমোহন সিং উল্লেখ করেছেন, সরকারের ঠিক করা উচিত স্বচ্ছভাবে ভ্যাকসিন কিভাবে দেশের প্রত্যেক প্রান্তে বিতরণ করা হবে।

কেন্দ্রীয় সরকারের উচিত জরুরি প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা।পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যাতে রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা। তারপরেই রাজ্যগুলো তাদের পরিকল্পনাঅনুযায়ী কাজ করতে পারবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তার তৃতীয় পরামর্শে বলেছেন, ফ্রন্টলাইন কর্মীদের ক্ষেত্রে রাজ্যগুলোর নমনীয়তা বজায় রাখা উচিত ।সেক্ষত্রে ৪৫ বছরের নিচে যারা তাদের টিকা দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন।

মনমোহন সিং তার চতুর্থ পরামর্শে বলেছেন যে, ভ্যাকসিন উৎপাদকদের সুবিধাগুলো প্রসারিত করতে হবে। তহবিল এবং অন্যান্য ছাড়ের দিকে কেন্দ্রকে নজর দিতে হবে।তিনি আরও বলেছেন অন্যান্য কোম্পানিগুলোকে আইনত লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে তারা আরও বেশি করে ভ্যাকসিন তৈরী করতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইস্রায়েলের উদাহরণ দিয়ে বলেছেন যে, ইতিমধ্যে তারা বাধ্যতামূলক লাইসেন্সিং নিয়মটি চালু করেছে এবং ভারতের পক্ষেও তাড়াতাড়ি করার ব্যবস্থা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?