বাড়তি দ্রব্যমূল্যে রমজানে দিশেহারা লেবানন

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। পবিত্র রমজান মাসে দারুণ বিপাকে পড়েছেন লেবাননের সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অতিরিক্ত দামের সঙ্গে তারা তাল মেলাতে পারছেন না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষ টেনেটুনে ইফতার করতে পারলেও সেহরির খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।

অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি লেবাননে এখন যোগ হয়েছে করোনার প্রাদুর্ভাব। এর আগে বন্দরের বিস্ফোরণের কারণেও পিছিয়ে পড়ে দেশটি।

দেশের অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই যখন জীবিকা উপার্জন করতে হিমশিম খাচ্ছিল, তার মধ্যে এখন তাদেরকে নিজেদের ঘরবাড়ি বসবাস উপযোগী করে তোলার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে।

রাষ্ট্রীয় সহায়তা একেবারেই দেখা যাচ্ছে না এবং প্রতিশ্রুত আন্তর্জাতিক সহায়তাও ঢিমেতালে আসছে। দাতা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে যে তহবিলের পরিমাণ যথেষ্ট নয়।

লেবাননে আগে থেকেই নাজুক পরিস্থিতিতে বসবাস করে আসছে অনেক মানুষ, যাদের মধ্যে রয়েছে ১০ লাখ সিরিয় শরণার্থী। তার সঙ্গে যুক্ত হচ্ছে বিস্ফোরণে গৃহহীন মানুষগুলো। তারাই এখন সবচেয়ে ঝুঁকিতে।

ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার মানে ব্যাপক অবনমন হয়েছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী, আমদানি থমকে দাঁড়িয়েছে। এ অবস্থায় দ্রুত সহায়তা না এলে আরো বিপর্যয়কর পরিস্থিতির সামনে দাঁড়াবে লেবানন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?