এই ছবির ডেট নিয়ে প্রয়োজনা সংস্থাকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিলেন কার্তিক। অভিনেতার ট্যালেন্ট এজেন্সিকে বারবার শুটিংয়ের তারিখ নিশ্চিত করবার কথা জানানো হলেও জবাব মেলেনি। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে শেষ মুহূর্তে ছবির স্ক্রিপ্ট নিয়ে আপত্তি তুলেছেন কার্তিক। ক্রিয়েটিভ ডিফারেন্সের জেরেও নাকি প্রয়োজনা সংস্থার সঙ্গে মনোমালিন্য হয়েছে ‘সোনু কে টিট্টু কি সুইটি’ অভিনেতার। জানা গেছে, কার্তিক আরিয়ানের সঙ্গে করণ জোহরের সমস্যার এখানেই শেষ নয়। সামনে ধর্মা প্রোডাকশন অথবা করণ জোহরের অপর কোনো সংস্থাই কার্তিক নিয়ে কোনো কাজ না করবার সিদ্ধান্ত নিয়েছে।
কেন আজীবনের জন্য কার্তিককে ব্যান করবার এই সিদ্ধান্ত? খবর, করোনার জেরে ‘দোস্তানা টু’র শুটিংয়ের তারিখ না দিতে পারার কথা জানিয়েছিলেন কার্তিক আরিয়ান। এরপর দুম করেই তিনি নেটফ্লিক্সের ছবি ‘ধামাকা’র শুটিংয়ে যুক্ত হন। বিষয়টি ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই করণ জোহরের। জন আব্রাহাম- অভিষেক বচ্চন অভিনীত ‘দোস্তানা’র সিকুয়েল পরিচালনার দায়িত্বে রয়েছেন কোলিন ডিকুনহা। কার্তিকের পাশাপাশি এই ছবিতে লিড হিরো হিসেবে অভিনয়ের কথা নবাগত লক্ষ্য লালওয়ানির। কার্তিক বাদ পড়লেও ছবির অপর হিরো লক্ষ্য ও নায়িকা জাহ্নবী কাপুর থাকছেন।