অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। নাতাঞ্জের পরমাণু স্থাপনায় হামলায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করার দাবি করেছে ইরান। সন্দেহভাজন হামলাকারী রেজা কারিমি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।
দাবি করা হয়েছে, ওই ব্যক্তি গত সপ্তাহে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলার জন্য দায়ী বলে মনে করছে ইরানের গোয়েন্দা সংস্থা।
বিবিসি জানায়, নাতাঞ্জে বিস্ফোরণের ঘটনার আগমুহূর্তে রেজা দেশ ছেড়ে পালিয়ে যান।
ওই ব্যক্তির ছবি দিয়ে নেটওয়ার্ক ওয়ান দাবি করেছে, তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত অপরাধী। অবশ্য ইন্টারপোল বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি।
ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেনি। অবশ্য গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, এটি মোসাদের সাইবার হামলা ছিল।
তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে গত রবিবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ সেক্টরের জন্য বিরল ঘটনা।
এই ঘটনাকে ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাভেদ জারিফ। হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবেও বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।