স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৭ এপ্রিল।। করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ নেই৷ কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও অনুপ্রবেশ চলছেই৷
শনিবার চার অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ৷ ধৃতরা হলো আহমেদ আলি(৩৩), নান্টু মিয়া(২০), রাজন মিয়া(২৬) ও শাহান আলি(২৫)৷ এরা লাটিয়াপুর সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে৷
তাদের কাছে নেই বৈধ কোনো কাগজপত্র৷ ধর্মনগর যাওয়ার জন্য গাড়িতে উঠার সময় বিএসএফ তাদের জালে তুলতে সক্ষম হয়৷ জেরায় ধৃতরা জানায় মৌলবী বাজারের বগাবিল গ্রামে এদের বাড়ি৷
তাদের মধ্যে শাহান মিয়ার আবার করোনা পজিটিভ পাওয়া যায়৷ তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে৷ অন্যদের কৈলাসহর থানার লকআপে রাখা হয়েছে৷ রবিবার তাদের আদালতে তোলা হবে৷