সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৩ মিলিয়ন ফলোয়ারের আজকের এই পগবার বেড়ে উঠা এবং বাল্যজীবন নিয়ে কথা বলবেন তার পরিবারের সদস্য ও তার ছোটবেলার বন্ধুরা। ‘দ্য পোগমেন্টারি’-তে আরও দেখানো হবে পগবার জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে আলোচনা-সমালোচনাসহ বৈচিত্রময় দিনগুলোকে। তার বিশ্বকাপ জয়ের ঘটনাবহুল তথ্যও থাকবে এখানে। পগবার এই তথ্যচিত্র নিয়ে অ্যামাজন স্টুডিওর ইউরোপীয় প্রধান জর্জিয়া ব্রাউন বলেন, ‘পল পগবা বর্তমান সময়ের সেরাদের একজন। তার মতো একজন অসাধারণ ফুটবলারকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি আমরা।
তার গল্প দুনিয়ার তরুণদের উৎসাহ যোগাবে বলে আশা করছি। ২০২২ সালের মাঝমাঝি থেকেই তথ্যচিত্রটি নিয়ে কাজ শুরু করবো আমরা। ‘ প্রসঙ্গত, ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পগবা। বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফ্রেঞ্চ তারকা। তবে গুঞ্জন রয়েছে চলতি মৌসুমের শেষেই ম্যান ইউয়ের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।