অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। চলতি লা লিগা মৌসুম শেষ হতে আর বেশিদিন নেই। শিরোপা দৌড়ে থাকা বার্সেলোনার ম্যাচ বাকি আছে মাত্র ৮টি। সমান ম্যাচ বাকি তালিকায় কাতালান জায়ান্টদের ওপরে থাকা থাকা মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকোর। কার ঘরে লা লিগা যাবে তা এখনো অনিশ্চিত।
৬৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো শীর্ষে থাকলেও এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল। তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী লস ব্লাঙ্কোসদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা বার্সা।
ক্যাম্প ন্যুয়ে নিজের শেষ মৌসুমে কাতালান জায়ান্টদের কী আরেকবার লা লিগা জেতাতে পারবেন মেসি? তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের চেয়েও এখন বেশি গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ। আগামী মৌসুমে বার্সায় থাকবেন তো মেসি? নাকি চলে যাবেন সবাইকে কাঁদিয়ে?
চলতি মৌসুমের শুরুতে ক্যাম্প ন্যু ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে পরে সিদ্ধান্ত পাল্টে আরেক মৌসুম বার্সায় থেকে যান। কিন্তু সেই চুক্তিও এখন শেষের পথে। যদি বার্সা ছাড়েন তবে কোথায় হতে পারে এলএমটেনের নতুন ঠিকানা?
অবশ্য ক্যাম্প ন্যুর অনেকের বিশ্বাস, বার্সায় থেকে যাবেন মেসি। সেই বিশ্বাসীদের তালিকায় আছেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা, ‘আমার বিশ্বাস, সে থাকবে এবং তাকে রাখার জন্য ক্ষমতার মধ্যে আমরা সবকিছু করব। ’
প্রেসিডেন্টের মতো কোচেরও বিশ্বাস, বাসায় থাকবেন মেসি। তবে রোনাল্ড কোম্যানের বিশ্বাস কিছুটা দোলাচলে, ‘ভবিষ্যতে কী হবে আমি জানি না। আশা করি, এটাই তার শেষ মৌসুম নয়। সবাই চায়, সে থাকুক। ’
বার্সার ডাচ কোচ যতই সংকোচ নিয়ে কথা বলুক না কেন, দীর্ঘদিনের সতীর্থ জর্ডি আলবা কিন্তু ঠিকই বিশ্বাস করেন, মেসি বার্সায় থাকবেন। মেসিকে তার চেয়ে বেশি আর কে জানেন? দু’জনের মধ্যে যে মাঠে টেলিপ্যাথির মাধ্যমে কথা হয়! তেমন সম্পর্কের কথা তো আর ফেলনা নয়।
মেসি না বলুক, আলবা জানেন, ৩৩ বছর বয়সী তারকা মাঠে কী করতে চান। এই যে, নিজের ‘শেষ মৌসুমে’ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোলে বার্সাকে কোপা দেল রে এনে দিলেন মেসি, তার মধ্যে একটিতে অ্যাসিস্ট করেছেন কিন্তু আলবা।
অবশ্য মাঠের মতো মাঠের বাইরেও সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্বটা কেবল মেসির বলে মনে করেন স্প্যানিশ ডিফেন্ডার, ‘আমি অনেকবার বলেছি, মেসিই তার সিদ্ধান্ত নেবে এবং কখন কী বলতে হবে তা কেবল সেই জানাবে। সে ক্লাবের প্রতি অঙ্গীকারবদ্ধ। ক্লাবই তার জীবন। ’