দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার আসরে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার আসরে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। রাজধানী দিল্লিতে কোভিড ফেসিলিটি সেন্টার তৈরি করল এই সংস্থা। এতে রাখা হয়েছে অক্সিজেন বেড ও ভেন্টিলেটর।অক্সিজেন বেড ও ভেন্টিলেটর ছাড়াও করোনা আক্রান্তের জন্য সব রকম সুবিধা ও চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে এখানে।

এখানে চিকিৎসার জন্য রোগিকে কোনও টাকা দিতে হবে না বলে জানানো হয়েছে। ডিআরডিও-র কোভিড সেন্টারে প্রচুর ভেন্টিলেটর, অক্সিজেন বেড, উন্নত মানের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে যদি কোনও রোগি হৃদরোগের সমস্যা দেখা দেয়, তবে সেন্টার থেকেই সরাসরি দিল্লি এইমসে ভর্তি হওয়া যাবে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে এই সেন্টারে ২৫০টি শয্যা থাকবে।

সোমবার থেকে চালু হতে চলা এই সেন্টারের শয্যা সংখ্যা দিনকয়েকের মধ্যেই ৫০০ করা হবে। রাজধানীতে দিল্লিতে যেভাবে হু-হু করে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা তাতে হাসপাতাল গুলিতে একশোরও কম আইসিইউ বেড রয়েছে। দিল্লির হাসপাতালগুলিতে করোনা রোগীর তুলনয় বেডের সংখ্যা কম থাকায় গত ২৪ ঘন্টায় প্রায় চব্বিশ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সংরক্ষিত বেড ভরতি হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, হাসপাতালের মোট ১০,০০০ বেডের মধ্যে ১,৮০০ টি বেড করোনা রোগীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। তার পরেও ঘাটতি দেখা দিয়েছে প্রচুর সংখ্যক বেডের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?