অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। চলতি মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের ডাগআউটে আর দেখা যাবে না হ্যান্সি ফ্লিককে। জার্মান কোচ জানিয়ে দিয়েছেন, এই মৌসুম শেষে তিনি অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছাড়বেন।
বায়ার্নের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ফ্লিকের। তার দল ভলসবুর্গকে ৩-২ গোলে হারানোর পর এই ঘোষণা দেন ৫৬ বছর বয়সী কোচ।
বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশনে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বাভারিয়ানরা।
নিকো কোভাচের সহকারী কোচ হিসেবে ফ্লিক বায়ার্নে যোগ দেন ২০১৯ সালে। ক্রোয়েশিয়ান কোচ ছাঁটাই হওয়ার পর একই বছরের নভেম্বরে অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান তিনি। দায়িত্ব নেওয়ার নিজের প্রথমে মৌসুমেই দলকে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতান ফ্লিক।
সঙ্গে যোগ হয় জার্মান কাপ। ফ্লিকের প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পায় বায়ার্ন। এরপর ২০২৩ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন তিনি।
ফ্লিকের অব্যাহতি দেওয়ার কারণ, বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচের সঙ্গে মনোমালিন্য। গত সপ্তাহে এই নিয়ে এক প্রতিবেদনও প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
সেই বিবাদের জেরে চাকরি ছাড়ার কথা জানিয়ে দিলেন ফ্লিক। স্কাই টেলিভিশনকে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমি দলকে আজ জানিয়েছি, এই মৌসুম শেষে আমি আমার চুক্তি শেষ করবো। ’
বায়ার্ন ছাড়লেও অবশ্য কোচিং ছাড়ছেন না ফ্লিক। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ওঠে এসেছে জার্মানির জাতীয় দলের নাম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ম্যানুয়েল নয়্যার-টনি ক্রুসদের কোচের পদের দায়িত্ব ছাড়বেন জোয়াকিম লো। তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি ফ্লিকের।