অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ‘কোয়াড্রাপল’ জয়ের স্বপ্ন কেড়ে নিয়েছে চেলসি। ওয়েম্বলিতে এফএ কাপের শেষ চারে সিটিজেনদের ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা।
সিটি ও চেলসি— দুই ইংলিশ জায়ান্ট গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কেটেছে। প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারেরও দ্বারপ্রান্তে সিটিজেনরা। এ ছাড়া ২৫ এপ্রিল লিগ কাপের ফাইনালে তারা মাঠে নামবে টটেনহামের বিপক্ষে।
তবে এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্নটা পূরণ হচ্ছে না ইতিহাদের কোচ পেপ গার্দিওলার। এফএ কাপের শেষ চারেই থেমে যেতে হলো তাদের। সিটির কোয়াড্রাপল জয়ের স্বপ্ন মূলত কেড়ে নিয়েছেন হাকিম জিয়াচ।
৫৫তম মিনিটে টিমো ওয়ার্নারের পাস থেকে সিটির জাল খুঁজে নেন মরক্কোর এই ২৮ বছর বয়সী উইঙ্গার। এর আগেও আরেকটি গোল পেতে পারতেন তিনি। তবে তা বাতিল হয়ে যায় অফসাইডে।
এফএ কাপের আরেক সেমিতে মুখোমুখি হবে লেস্টার সিটি-সাউদ্যাম্পটন। এখান থেকে জয়ী দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে চেলসি। অন্যদিকে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন নিয়ে কৌশল সাজাবে সিটিজেনরা।