অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। বলিউড অভিনেতা চাংকি পাণ্ডের মেয়ে অনন্যা পান্ডে। বাবার মতো তিনিও পা রেখেছেন বলিউডের রুপালি জগতে। ‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অনন্যা।
সিনেমায় তার বিপরীতে ছিলেন আরেক স্টার কিড টাইগার শ্রফ। এই সিনেমাতেই টাইগার শ্রফকে প্রথম চুমু খেয়েছিলেন অনন্যা।
এক সাক্ষাৎকারে ২২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “এটি আমার জীবনের প্রথম চুমু ছিল। এর আগে কখনো কাউকে চুমু খাইনি তাই তুলনাও করতে পারছি না। তবে প্রথম চুমু হিসেবে এটি সেরা ছিল। ”