স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। জিবি হাসপাতালের পর এবার আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় ৭২ বছরের এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ এনিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালে৷ কোভিড পজিটিভ ভেবে ৪ থেকে ৫ ঘণ্টা রোগীর কোন চিকিৎসাই হয়নি৷
ডাক্তারবাবু থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী কেউ রোগীর কাছে যায়নি৷ সকাল ১০টায় দক্ষিণ রামনগর থেকে রামপ্রসাদ রবি দাস নামে ৭২ বছর বয়সের এই রোগীকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়৷ তিনি পেটের অসুখে ভুগছিলেন৷ সকাল ১০টার সময় যখন তাকে ভর্তি করা হয় তখন তিনি সুস্থ ছিলেন৷ তার করোনা পরীক্ষা করা হয়৷
পরীক্ষার ফলাফল নাকি পজিটিভ আসে৷ কিন্তু ঘন্টা তিনেক পর ফের পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে৷ কিন্তু বিকেল পর্যন্ত তার কোন চিকিৎসাই হয়নি৷ পজিটিভ বলে কেউ তার কাছে ঘেঁষেনি৷ পরিবারের লোকজনদের চিৎকার-চেঁচামেচিতে সেলাইন দিয়েই দায়িত্ব খালাস৷ বিকেলে তাকে জিবিতে রেফার করা হয়৷
কিন্তু নেই অ্যাম্বুলেন্স৷ বাইরে এনে রোগীকে দীর্ঘ সময় ফেলে রাখা হয়৷ অবশেষে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ পরিবারের লোকজন বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন৷
তারা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দায়ী করেছেন৷ চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ৷ স্বাস্থ্য কর্মীরা কখনো বলছেন তিনি কোভিডে আক্রান্ত, আবার কখনো বলছেন তিনি নিউমোনিয়ায় ভুগছেন৷
চিকিৎসা ঠিকভাবে হয়নি৷ এক ঘণ্টা বাইরে ফেলে রাখা হয়৷ এই রোগীর মৃত্যুর ঘটনায় শনিবার সন্ধ্যা থেকে উত্তাল হয় আইজিএম হাসপাতাল চত্বর৷ খবর পেয়ে ছুটে যায় পুলিশ৷