ঘটনার বিবরণে জানা যায় স্বামী-স্ত্রী বাইকে করে বিশালগড় এর দিক থেকে আগরতলার দিকে আসছিলেন। তাদের বাড়ি ওএনজিসি সংলগ্ন এলাকায় বলে জানা গেছে। একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বাইক কে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পড়েন বাইকের চালাক। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। বাইক কে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস গাড়িটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজন ছুটে আসেন।
খবর পাঠানো হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশের ছুটে এসে আহত বাইক চালক ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস গাড়ির চালকের দ্রুতগামী তাও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাস গাড়ির পেছনে ছিল একে লরি। লরিটি সেখানে আটকে রাখা হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরিচালক এর কোন দোষ নেই। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পথদুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।