তবে পুলিশের ভিডিওতে দেখা যায়, বালকটি যেখানে পড়েছিল সেই স্পটের পাশে পুলিশকে একটি হ্যান্ডগান খুঁজে পেতে। এই ভিডিও প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় শিকাগোর আশপাশে একটি ছোট প্রতিবাদও হয়। এর ঘণ্টাখানেক পর শহরের মেয়র সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তার আগে তোলেদো হত্যার বিচার চেয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি প্রতিবাদও জানায় শহরটির জনগণ।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, স্কোয়াড গাড়ি থেকে পুলিশ অফিসারটিকে লাফ দিয়ে নামতে এবং অন্ধকার এক গলিতে লাতিন বালকটিকে ধাওয়া করতে। এ সময় সন্দেহজনক আরেকজন পালিয়ে যায়। ধাওয়া করতে করতে পুলিশ চিৎকার করছিল, ‘পুলিশ! থামো!, এখনই থামো! হাত! হাত! আমাকে তোমার হাত দেখাও!’বালকটি ঘুরে দাঁড়ায় এবং হাত ওপরে তুলে। তখন পুলিশ অফিসার চিৎকার করে বলে, ‘ফেলে দাও’।
এর পরপরই গুলি ছোড়ে পুলিশ। অর্থাৎ স্কোয়াড গাড়ি থেকে নামার ১৯ সেকেন্ডের মধ্যে বালকটিকে গুলি করা হয়। এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, পলায়নরত অবস্থায় বালকটিকে বেড়ার ফাঁকে কোনো কিছু ফেলতে। বডিক্যামরায় দেখা যায়, পুলিশের টর্চের আলোতে হ্যান্ডগান ধরা অবস্থায় গুলি করার আগে ওই অফিসারকে কাঠের বেড়ার পেছনে দাঁড়াতে।