স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। রানিরবাজার এবং এডি নগরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন কোন না কোন স্থানে প্রথম দুর্ঘটনায় প্রাণহানি ঘটে চলেছে। শনিবার রানীর বাজারে পথদুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত শিক্ষকের নাম নারায়ন দেবনাথ।
ঘটনাটি ঘটেছে রানীর বাজার স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত শিক্ষকের বাড়ি ওই এলাকাতেই। জানা যায় তিনি বাইসাইকেল দিয়ে বের হয়েছিলেন। একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়। বাইসাইকেল দিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন দেবনাথ।
স্থানীয় মানুষজন গাড়িটি আটক করেন। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে গাড়িটি। এদিকে দুর্ঘটনাস্থল থেকে নারায়ন দেবনাথের দেহ জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
এদিকে শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন এ ডি নগরে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন অটোচালক। তার নাম পল্লব ব্যানার্জি। বাড়ি কাঠালতলী এলাকায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।
জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। উভয় ক্ষেত্রেই চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।