অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খোলার সিদ্ধান্ত স্থগিত। এমন তথ্য জানিয়েছে ফেসবুকের ওভারসাইট বোর্ড।
ফেসবুক বোর্ড সূত্র থেকে জানা যায়, মার্কিন নির্বাচন সময়ে ট্রাম্প তার সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তবের জেরে ক্যাপিটাল হিলে দাঙ্গার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়।
ওভারসাইট বোর্ড জানায়, ৯ হাজারের বেশী অভিযোগের বিষয়ে পর্যালোচনা করে ২১ এপ্রিল সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলো। বর্তমানে এমন সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
তারা আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্য ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম স্থগিতাদেশ সম্পর্কে বোর্ড তার সিদ্ধান্ত ঘোষণা করবে।
উল্লেখ্য, ফেসবুকের জটিল ও বিতর্কিত কোন বিষয় নিয়ে মধ্যস্থতা করার জন্য ২০ সদস্যর ওভার সাইট বোর্ড গঠন করে ফেসবুক কর্তৃপক্ষ।
এই বছর মার্কিন নির্বাচনে সহিংসতা ঘটার পর প্রায় ৯ হাজার লোকের বেশী ফেসবুকে অভিযোগ করে। ফলে বন্ধ হয়ে যায় ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট।