চুরির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে সরমা বাজারের ব্যবসায়ী শুকলাল সরকারের দোকানে। শুকলাল বাবু প্রতিদিনের মত বৃহস্পতিবার ব্যবসা বাণিজ্য শেষে দোকান ঘরের দরজা বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকান ঘরের দরজা ভাঙ্গা। খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে। চোরের দল দোকানের কেসবাক্স ভেঙ্গে নগদ টাকা সহ বিভিন্ন রকমের ঠান্ডা পানীয়, প্রচুর পরিমান অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য এর আগেও শুকলাল সরকারের দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটে। সরমা বাজারে গত বেশ কিছু দিন যাবৎ চুরির ঘটনা ঘটলেও বাজারে পুলিশি টহলদারি নেই। পুলিশের ভূমিকায় বাজার ব্যবসায়ীরা প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন।অবিলম্বে গন্ডাছড়া বাজারে রাত্রিকালীন পুলিশি টহল দেওয়ার দাবি উঠেছে।