ডাক্তার রেড্ডির পরামর্শে ওই রোগীকে ভর্তি করানো হয়েছিল। ডাক্তার রেড্ডি রোগীকে যে ইনজেকশন ব্যবস্থাপত্রে দিয়েছিলেন তা পাওয়া যাচ্ছিল না। ডাক্তার রেড্ডির অনুপস্থিতিতে কর্তব্যরত ওয়ার্ডের নার্সরা অল্টারনেটিভ ইনজেকশন দিয়ে দেয় রোগীকে। আশ্চর্যের বিষয় হলো ইনজেকশন রোগীকে দেওয়ার আগে ডাক্তার রেড্ডিকে কর্তব্যরত নার্সরা জানানোর প্রয়োজনতাটুকু বলে মনে করেনি।যার কারণে ঐ রোগী কিছুক্ষণ বাদেই ছটফট করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জিবি হাসপাতালে তীব্র উত্তেজনা দেখা দেয়। নার্সদের খামখেয়ালিপনার কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পুলিশকে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।