এবার মলদ্বীপের নীল জলের নীচে জমে উঠল অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম

অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। টলিগঞ্জের অন্যতম চর্চিত প্রেমিক যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন ধরেই একই ছাদের নিচে থাকছেন তারা। সব ঠিক থাকলে এ বছরের শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি।

বিয়ের আগে প্রি-হানিমুনে মলদ্বীপে উড়ে গিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যদিও সেখানে গিয়ে ঘটে আরেক কাণ্ড! করোনায় আক্রান্ত হন ঐন্দ্রিলা। এ কারণে মলদ্বীপ ভ্যাকেশন নির্ধারিত সময়ের চেয়ে অনেকখানি দীর্ঘ হয়েছে।

ইতিমধ্যে মালদ্বীপ ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার মলদ্বীপের নীল জলের নীচে জমে উঠল অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম। সেই ছবিও নিজের ইস্টাগ্রামে শেয়ার করেছেন ঐন্দ্রিলা।

এই ছবির ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, ‘নিস্তব্ধ দুনিয়া মনের মধ্যেও প্রশান্তি এনে দেয়’।


গত ৩১ মার্চ দেশে ফেরবার কথা ছিল ঐন্দ্রিলা-অঙ্কুশের, তার আগে করোনা টেস্ট করালে ঐন্দ্রিলার রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু করোনা নেগেটিভ অঙ্কুশ। টেস্ট রিপোর্ট নেগেটিভ হলেই দেশে ফিরবেন এই জুটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?