স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেবার কোন সম্ভাবনা নেই৷ শুক্রবার সকালে এ খবর জানান পর্ষদ সভাপতি ভবতোষ সাহা৷ তিনি জানান, সরকারের সাথে আলোচনা চলছে৷
তবে রাজ্যে এখনো করোনা পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়৷ তাই এখনি পর্ষদ পরিচালিত পরীক্ষা পিছিয়ে দেবার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি জানান৷ আগামী ১৮ মে থেকে উচ্চমাধ্যমিক ও ১৯ মে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ সিপিএমের পক্ষ থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষা বাতিল করার দাবি করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় স্নাতক পরীক্ষা সহ জাতীয় যোগ্যতা প্রবেশিকা পরীক্ষা স্নাতকোত্তর পরীক্ষা-২০২১ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে৷
পরীক্ষার পরবর্তী তারিখ পরে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে৷ চলতি মাসের ১৮ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ একটি ট্যুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেছেন, তরুণ মেডিকেল শিক্ষার্থীদের সুস্থতা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে৷