রাজ্যে ‘কোভিড-১৯’ এর দ্বিতীয় ঢেউ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। রাজ্যে ‘কোভিড-১৯’ এর দ্বিতীয় ঢেউ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম৷ এ নিয়ে শুক্রবার বিকেলে দলের তরফে প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী ও তপন চক্রবর্তী রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথের সঙ্গে দেখা করেন৷ জানতে চান, এ নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা রয়েছে৷ একই সঙ্গে নিজেদের তরফে কিছু পরামর্শ-প্রস্তাবও দিয়েছেন৷

পরে সিপিএমের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরী জানান, করোনা সংক্রমিত রোগীদের খোঁজে বের করতে ব্যাপক হারে পরীক্ষার কথা বলা হয়েছে৷ এক্ষেত্রে রেল স্টেশন, বিভিন্ন বাস স্ট্যান্ড ইত্যাদি এলাকার বিষয়টি উল্লেখ করা হয়৷ তাছাড়া বর্তমানে বাংলাদেশে করোনা মারাত্মকরূপ নিচ্ছে৷ তাই রাজ্যের অভ্যন্তরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী লোকেদের প্রতি বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে৷

একই সঙ্গে বলা হয়েছে টিকাকরণ বাড়াতে হবে৷ প্রত্যেককে টিকাকরণের আওতায় আনতে হবে৷ পাশাপাশি জিবি হাসপাতালের পাশাপাশি জেলা ও মহকুমা হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার জন্য পৃথক ব্লক করা জরুরি৷ রাজ্যে সাড়ে তিনশোর বেশি এমবিবিএস পাশ বেকার রয়েছেন৷ বহু নার্স, স্বাস্থ্য কর্মী বেকার আছেন সংশ্লিষ্ট কোর্স করে৷ তাদের নিয়োগের ব্যবস্থা করে স্বাস্থ্য পরিষেবায় গতি বাড়াতে হবে৷

https://www.facebook.com/watch/live/?v=741866276495592&ref=watch_permalink

একই সঙ্গে বিশেষত পাহাড় অঞ্চলে মানুষের কাজকর্ম নেই৷ খাদ্যাভাব রয়েছে৷ তাই গরিবদের সহায়তায় চাল ও নগদ টাকার ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করা উচিত৷ তপন চক্রবর্তী বলেন, করোনার প্রথম ধাক্কার সময়ে সরকার অপ্রস্তুত ছিল৷ তাই বেশি ক্ষতি হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ধাক্কার সময়ে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগোতে হবে৷ কোনওভাবেই ঝুঁকি নেওয়া যাবে না৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?