স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৭ এপ্রিল।। উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে অবস্থিত অগ্নিনির্বাপক দপ্তরের অফিসটি নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে হেলদোল নেই প্রশাসনের।নানা সমস্যায় জর্জরিত ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের অফিসটি ।
এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত থাকলেও দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।উওর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমায় কোন ধরণের দূর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পৌঁছায় ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ।
কিন্তু ইদানীংকালে দেখা গেছে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরে রয়েছে গাড়ির অভাব ।পাশাপাশি রয়েছে কর্মী স্বল্পতাও । বর্তমানে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরে মোট ১টি ছোট গাড়ি ও ৩টি বড় গাড়ী রয়েছে ।যার মধ্যে বড় গাড়ি দুটিই বিকল । রয়েছে চালকেরও অভাব ।
কিন্তু এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দপ্তর । দপ্তর যদি অতি দ্রুত এসব সমস্যা নিরসন না করে তবে ধর্মনগর এলাকায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা অথবা অগ্নিসংযোগ ঘটলে বেকায়দায় পড়তে হবে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরকে ।
অবিলম্বে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ও অন্যান্য পরিকাঠামো প্রদানের জন্য দাবি উঠেছে। অন্যতায় বড় ধরনের কোনো অগ্নিসংযোগ বা দুর্ঘটনা ঘটলে বিপাকে পড়তে হবে। এর দায় গ্রহণ করতে হবে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।