ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের অফিসটি নানা সমস্যায় জর্জরিত

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৭ এপ্রিল।। উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে অবস্থিত অগ্নিনির্বাপক দপ্তরের অফিসটি নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে হেলদোল নেই প্রশাসনের।নানা সমস্যায় জর্জরিত ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের অফিসটি ।

এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত থাকলেও দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।উওর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমায় কোন ধরণের দূর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পৌঁছায় ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ।

কিন্তু ইদানীংকালে দেখা গেছে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরে রয়েছে গাড়ির অভাব‌ ।পাশাপাশি রয়েছে কর্মী স্বল্পতাও । বর্তমানে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরে মোট ১টি ছোট গাড়ি ও ৩টি বড় গাড়ী রয়েছে ।যার মধ্যে বড় গাড়ি দুটিই বিকল । রয়েছে চালকেরও অভাব ।

কিন্তু এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দপ্তর । দপ্তর যদি অতি দ্রুত এসব সমস্যা নিরসন না করে তবে ধর্মনগর এলাকায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা অথবা অগ্নিসংযোগ ঘটলে বেকায়দায় পড়তে হবে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরকে ।

অবিলম্বে ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ও অন্যান্য পরিকাঠামো প্রদানের জন্য দাবি উঠেছে। অন্যতায় বড় ধরনের কোনো অগ্নিসংযোগ বা দুর্ঘটনা ঘটলে বিপাকে পড়তে হবে। এর দায় গ্রহণ করতে হবে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?