তার একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে এটি কি হত্যাকাণ্ড না অস্বাভাবিক মৃত্যু। মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার আউট পোস্টের পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন রাজগঞ্জ বাজারে ছুটে আসেন। মৃতদেহ দেখতে পেয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় ব্যবসায়ীরা জানান প্রায় সময়ই সে মহারাজগঞ্জ বাজারে রাত কাটাতো। তবে এটি হত্যাকাণ্ড নাকি অস্বাভাবিক মৃত্যু সে সম্পর্কে কেউ মুখ খুলতে চাইছেন না।পুলিশ মৃতদেহ উদ্ধার করে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হবে বলে জানিয়েছে।