আগরতলা পুর নিগম এলাকায় ১০০ শতাংশ মানুষকে টিকাকরণের বিশেষ উদ্যোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। আগরতলা পৌরনিগম এলাকার ১০০ শতাংশ মানুষকে টিকাকরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার পশ্চিম জেলার জেলাশাসক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা রাজ্যেও বেড়ে চলেছে। পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে প্রশাসন। শনিবার পশ্চিম জেলার জেলাশাসক এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন আগরতলা বিমানবন্দরের এবং রেল স্টেশনে যাত্রীদের রেন নাম করুণা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগীকে করোনা পরীক্ষা করা হচ্ছে। আউটডোরে যারা চিকিৎসার সুযোগ নিতে আসেন তাদেরকেও করোনা পরীক্ষা করা হচ্ছে।

আগরতলা পুরো নিগম এলাকার তথ্য দিয়ে জেলাশাসক জানান এখন পর্যন্ত ৬৭ শতাংশ মানুষকে করোনা ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ৪৫ বছরের উর্ধ্বে প্রত্যেককে ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলাশাসক।

তিনি জানান এখন থেকে রাজধানী আগরতলা শহর এলাকার প্রতিটি বাজারে বাজারে ব্যবসায়ী এবং তাদের পরিবারের লোকজনদেরকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

পুর নিগম এলাকার প্রতিটি মোটর স্ট্যান্ডে মোটর শ্রমিকদের এবং তাদের পরিবারের লোকজনদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?