স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৬ এপ্রিল।। বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনায় মৃত্যু হলো এক ব্যক্তির৷ মৃতের নাম তাজির আলি (৫০)৷ ঘটনা ধর্মনগর মহকুমার যুবরাজ নগরে৷ যুবরাজনগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ পরিবাহী একটি তার দীর্ঘদিন ধরেই ঝুলছিল৷
গ্রামবাসীরা নিগমের কার্যালয়ে বার বার অভিযোগ জানালেও কেউ তাতে কর্ণপাত করেনি৷ শুক্রবার ভোরে ঝড়বৃষ্টিতে তারটি ছিন্ন হয়ে মাটির দিকে ঝুলতে থাকে৷ কিন্তু তাতে বিদ্যুৎ সংযোগ ছিলো৷ এদিন সকালে গরু নিয়ে বের হলে পরিবাহী এই তারের সংস্পর্শে আসে তাজির৷ ঘটনাস্থলেই তার দেহ নিথর হয়ে পড়ে৷ পেশায় অটো চালক তাজিরের দুই শিশুপুত্র রয়েছে৷
খবর পেয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ গ্রামবাসী তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায়৷ শেষ পর্যন্ত ধর্মনগর থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে৷ এলাকাবাসী তাজিরের মৃত্যুতে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়৷