শেষ পর্যন্ত মরিসের ১৮ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে জয় তুলে নেয় দলটি। চার ছক্কা হাঁকানো মরিস শেষ ওভারেই হাঁকান দুই ছক্কা। তাতে ১২ রানের সমীকরণ মিলিয়ে জয়ের আনন্দে মাতে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। পাঞ্জাব কিংসের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি সঞ্জু স্যামসন। শেষ ওভারে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি। অন্য প্রান্তে থাকা ক্রিস মরিস অনেকটা এগিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেন।
মরিস যেন এদিন বার্তা দিলেন, ছক্কা মারার সামর্থ্য তারও আছে। ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেন তিনিও। এদিন রাজস্থানের টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। একমাত্র ডেভিড মিলার ছাড়া প্রথম ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি। মিলার ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬২ রান করেন। ৪২ রানে ৫ উইকেট হারানো দলটাকে পথে রেখেছিলেন তিনিই। স্বদেশি মরিস যার দুর্দান্ত ইতি টেনেছেন। তার সঙ্গে জয়দেব উনাদকাটের ৭ বলে ১১ রানের ইনিংসের অবদানও অনেক। দিল্লির পক্ষে আবেশ খান সর্বাধিক ৩ উইকেট নেন।
২টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও কাগিসো রাবাদা। এর আগে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করেন। অধিনায়ক রিশভ পন্ত ৩২ বলে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। ৯টি চার ছিল তার ইনিংসে। এ ছাড়া টম কারেন ১৬ বলে ২১, ললিত যাদব ২৪ বলে ২০ রান করেন। জয়দেব উনাদকাট সর্বাধিক ৩ উইকেট নেন। আলো ছড়িয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানও। ৪ ওভার বল করে ২৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন উনাদকাট।