স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। খাদ্য আন্দোলনের শহীদ ছাত্রনেতা সৌমেন্দ্র সূত্রধরের ৫৪ তম শহীদান দিবস এসএফআইয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শনিবার রাজ্য জুড়ে পালিত হয়।
এ উপলক্ষে রাজধানীর সিটি সেন্টারের সামনে শহীদ ছাত্রনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এসএফআই নেতৃবৃন্দ। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
কর্মসূচিতে অংশ নেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। খাদ্য আন্দোলনের শহীদ সৌমেন্দ্র সূত্রধরের আত্ম বলিদান প্রসঙ্গে ছাত্রনেতা সন্দীপন বলেন ১৯৬৮ সালে অমরপুরে সংঘটিত খাদ্য আন্দোলনে অংশ নিতে গিয়ে শহীদ হয়েছিলেন সৌমেন্দ্র সূত্রধর।
করোন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ ছাত্রনেতা সৌমেন্দ্র সূত্রধরের শহীদান দিবস।