তেলিয়ামুড়া ব্লকের তুইচাকমা, জারুইলং পাড়া, দুস্কি, মালাকতই, হদ্রাই ইত্যাদি এলাকার সমতল কৃষি জমিতেও ভুট্টা চাষ করছেন কৃষকরা। এসব এলাকার চাষিরা জানান এ বছর বৃষ্টি না হওয়ায় চাষাবাদে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। কৃষি জমিতে সেচের তেমন কোনো ব্যবস্থা নেই। একমাত্র বৃষ্টির উপর নির্ভর করেই তারা ভুট্টা চাষ করে থাকেন। এবছর প্রকৃতি বিরূপ হওয়া তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চাষিরা জানান ভুট্টা চাষে প্রয়োজনীয় জল পাচ্ছেন না তারা। চৈত্রের রোদে তাদের মারাত্মক ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত চাষিরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। অবিলম্বে সরকারি উদ্যোগে তাঁদেরকে ক্ষতিপূরণ না দেওয়া হলে চাষী পরিবারগুলো অসহায় হয়ে পড়বে। বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানানো হয়েছে।