মধুপুরে পাম্প মেশিন বিকল হয়ে আছে, চাষীদের মাথায় হাত

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ এপ্রিল।। বিশালগড় মহাকুমার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে কৃষি জমিতে জল সেচের জন্য স্থাপিত পাম্প মেশিনটি দীর্ঘদিন ধরে রয়েছে। এ ব্যাপারে হেলদোল নেই প্রশাসনের। দীর্ঘ আড়াই বছর যাবত কমলাসাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের গোডাউন সংলগ্ন এলাকায় জলের পাম্প অচল হয়ে রয়েছে। ফলে প্রায় দুই হাজারের অধিক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

কৃষকদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে জানানোৱ পরে আজ পর্যন্ত কোনো ভূমিকা নেয় নি। যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্তের শিকার। অন্যদিকে বর্তমানে সেই জলের পাম্প জঙ্গলে এবং আগাছায় পরিপূর্ণ হয়ে আছে। জলের পাম্পের পাশে রয়েছে এটি রেস্ট রুম। সেই কক্ষটি বর্তমানে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এলাকার একাংশ জনগণ সামান্য কিছু জমিতে ধান গাছ রুপন করলেও তা বর্তমানে জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

তাই এলাকার পক্ষ থেকে দাবি উঠছে সেই জলের পাম্পটি মেরামত করে দ্রুত জল সেচের ব্যবস্থা করার জন্য। অন্যথায় এলাকার কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।দীর্ঘদিন ধরে জলের পাম্প নষ্ট হয়ে থাকলেও দায়িত্বপ্রাপ্ত দপ্তর এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। দপ্তর কর্মকর্তাদের দায়িত্বহীন ভূমিকায় কৃষকরা ক্ষোভে ফুঁসছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?