আইজিএম হাসপাতালে কয়েকটি বিভাগে চিকিৎসকের অভাব রয়েছে স্বীকার করে নিলেন বিধায়ক ডা. দিলীপ দাস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। আইজিএম হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের কাজ তদারকি করতে শুক্রবার আইজিএমে যান বিধায়ক ডা. দিলীপ দাস৷ সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা৷ নতুনভাবে গড়ে ওঠা জি প্লাস সেভেন বিল্ডিংটিতে চলছে চক্ষু বিভাগ, অর্থোপেডিক্স, ডিজাস্টার মেনেজমেন্ট সহ ব্লাড ব্যাঙ্ক তৈরির কাজ৷ সবগুলো বিভাগই ঘুরে দেখেন বিধায়ক৷

তিনি আবার আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান৷ পরিদর্শনের পর বেশ কিছুক্ষণ আইজিএমের দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিধায়ক৷ সাধারণের কোনো অসুবিধে যেন না হয়, তার দিকেই প্রত্যেককে নজর রাখতে বললেন তিনি৷ এখানেই কিন্তু শেষ নয়৷ আইজিএম হাসপাতালে রোগীদের স্বার্থে বসানো হবে একটি অক্সিজেন প্ল্যান্ট৷ যা গড়ে তোলা হবে ইউএনডিপির টাকায়৷

এর জন্য টেন্ডার ও হয়ে গেছে৷ এনএইচএম করবে এই অক্সিজেন প্ল্যান্টটি৷ একসাথে অনেক কাজ চলছে আইজিএমে৷ তবে কয়েকটি বিভাগে চিকিৎসকের অভাব রয়েছে এই বিষয়টা ও স্বীকার করে নিলেন বিধায়ক৷ আইজিএমে ক্যাজুয়েলটি বিভাগের কথা তুলে ধরেন তিনি৷ ক্যাজুয়েলটি ব্লকের জন্য শয্যা তৈরি রয়েছে৷ তবে প্রয়োজনীয় চিকিৎসক নেই৷ কেন না ক্যাজুয়েলটি ব্লক চালু তুলে কমপক্ষে দশজন চিকিৎসক প্রয়োজন৷ বর্তমানে আইজিএমে এই বিভাগের জন্য রয়েছেন পাঁচজন চিকিৎসক৷ তাই চিকিৎসক নিয়োগ করতেই হবে৷ তাছাড়া অর্থোপেডিক্স বিভাগটি পুনরায় চালুর জন্য ডাক্তার চাওয়া হয়েছে বলে জানান তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?