স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। আইজিএম হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের কাজ তদারকি করতে শুক্রবার আইজিএমে যান বিধায়ক ডা. দিলীপ দাস৷ সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা৷ নতুনভাবে গড়ে ওঠা জি প্লাস সেভেন বিল্ডিংটিতে চলছে চক্ষু বিভাগ, অর্থোপেডিক্স, ডিজাস্টার মেনেজমেন্ট সহ ব্লাড ব্যাঙ্ক তৈরির কাজ৷ সবগুলো বিভাগই ঘুরে দেখেন বিধায়ক৷
তিনি আবার আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান৷ পরিদর্শনের পর বেশ কিছুক্ষণ আইজিএমের দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিধায়ক৷ সাধারণের কোনো অসুবিধে যেন না হয়, তার দিকেই প্রত্যেককে নজর রাখতে বললেন তিনি৷ এখানেই কিন্তু শেষ নয়৷ আইজিএম হাসপাতালে রোগীদের স্বার্থে বসানো হবে একটি অক্সিজেন প্ল্যান্ট৷ যা গড়ে তোলা হবে ইউএনডিপির টাকায়৷
এর জন্য টেন্ডার ও হয়ে গেছে৷ এনএইচএম করবে এই অক্সিজেন প্ল্যান্টটি৷ একসাথে অনেক কাজ চলছে আইজিএমে৷ তবে কয়েকটি বিভাগে চিকিৎসকের অভাব রয়েছে এই বিষয়টা ও স্বীকার করে নিলেন বিধায়ক৷ আইজিএমে ক্যাজুয়েলটি বিভাগের কথা তুলে ধরেন তিনি৷ ক্যাজুয়েলটি ব্লকের জন্য শয্যা তৈরি রয়েছে৷ তবে প্রয়োজনীয় চিকিৎসক নেই৷ কেন না ক্যাজুয়েলটি ব্লক চালু তুলে কমপক্ষে দশজন চিকিৎসক প্রয়োজন৷ বর্তমানে আইজিএমে এই বিভাগের জন্য রয়েছেন পাঁচজন চিকিৎসক৷ তাই চিকিৎসক নিয়োগ করতেই হবে৷ তাছাড়া অর্থোপেডিক্স বিভাগটি পুনরায় চালুর জন্য ডাক্তার চাওয়া হয়েছে বলে জানান তিনি৷