পাশের ঘর থেকে দীলিপ নাথের মা কিরন বালা নাথ স্বামী স্ত্রী’র মধ্যে ঝগড়া মিমাংসা করতে যান । কিন্তু তাতেও কোন সুরহা হয়নি।একটা সময় পাষন্ড স্বামী দীলিপ নাথ দা নিয়ে আঘাত করতে শুরু করে তার স্ত্রী সঞ্চিতা নাথের উপর। ছেলে দা দিয়ে স্ত্রীকে আঘাত করছে এই দৃশ্য দেখে মা কিরন বালা নাথ ছেলেকে আটকাতে গিয়ে ছেলের দায়ের আঘাতে গুরুতর আহত হন। দীলিপ নাথের স্ত্রী সঞ্চিতা নাথের ঘটনা স্থলেই মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা খবর দেয় পানিসাগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছায় এবং অভিযুক্ত দীলিপ নাথকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গুরুতর আহত দীলিপ নাথের মা এবং স্ত্রীর মৃতদেহ প্রথমে পানিসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা নাথকে মৃত বলে ঘোষণা করেন এবং কিরন বালা নাথকে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করা হয়। অভিযুক্ত স্বামী দীলিপ নাথকে পুলিশ আটক করেছে । ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দীলিপ নাথের ভাই রঞ্জিত নাথ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানিয়েছেন তাদের মধ্যে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন।