চলতি সপ্তাহের শুরুতে জিমির হাতেলেখা একটি হ্যান্ডনোট প্রকাশ করে তার পত্রিকা। জেল থেকেই সেটি পাঠিয়েছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘সাংবাদিক হিসেবে ন্যায়বিচার চাওয়াটা আমাদের দায়িত্ব। ’ নিজেদের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চীন ২০১৯ সালে নতুন একটি আইন পাশ করে। ওই আইনের কারণে দেশটিতে সাধারণ মানুষ মিটিং-মিছিল করতে এখন ভয় পান। আইনটির বিরোধিতা করে তখন হংকংবাসী দুর্বার আন্দোলন গড়ে তোলেন।
১৯৮৯ সালে বেইজিংয়ে গণতন্ত্র-পন্থীদের যেভাবে চীন মোকাবিলা করেছিল, লাই তার খোলাখুলি নিন্দা করেছিলেন। তিনি বরাবর গণতন্ত্র-পন্থীদের পাশে দাঁড়িয়েছেন। চীনের সরকারি মিডিয়ার অভিযোগ ছিল, লাই বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে চীনের সর্বনাশ করতে চাইছেন।