হ্যারি কেনের চোট, টটেনহ্যামের হোঁচট

অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। এভারটনের ঘরের মাঠ গোডিসন পার্কে হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। তারকা স্ট্রাইকার হ্যারি কেনের জোড়া গোলের পারফরম্যান্সের পরও ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে কোচ হোসে মরিনহোর দল। কেননা প্রতিপক্ষের হয়ে দুটি গোল করেন গাইলফি সিগার্ডসনও।

এ ড্রয়ে প্রিমিয়ার লিগে শুধু দুটি পয়েন্টই হারায়নি স্পার শিবির। খারাপ খবর আছে আরও একটি। দলের প্রাণভোমরা হ্যারি কেন পড়েছেন ইনজুরিতে। গোড়ালির চোট নিয়ে চলে গেছেন মাঠের বাইরে।

দলের খুব গুরুত্বপূর্ণ সময়ে মাঠে চোট পেলেন হ্যারি কেন। কেননা নয় দিন বাদে কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনাল খেলবে মরিনহোর শিষ্যরা। আর ৫৮ দিন পর শুরু হচ্ছে ইংল্যান্ডের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ মিশন।

বলে মাথা ছোঁয়াতে লাফ দিয়েছিলেন হ্যারি কেন। শূন্য থেকে মাটিতে নামতেই ব্যথা পান গোড়ালিতে। পরে ম্যাচের শেষ দিকে খোঁড়াতে খোঁড়াতে ছাড়েন মাঠ। ইনজুরিটা মারাত্মক কিনা সেটা অবশ্য এখনই বলতে পারছেন না পর্তুগালের স্পেশাল ওয়ান ফুটবল গুরু মরিনহো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?