জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্রমেই বাড়ছে অসন্তোষ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চিকিৎসা করাতে হলে বাহুবল, অর্থ বল ও জনবল থাকা প্রয়োজন। অন্যথায় অনাদরে, অবহেলায় রোগীকে মেঝেতে বিনাচিকিৎসায় পড়ে থাকতে হয়। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি। রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগীরা উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আগরতলা শহর শহরতলি সহ আশপাশের রোগীরাও জিবি হাসপাতাল এর উপর বহুলাংশে নির্ভরশীল।

জিবি হাসপাতাল মেডিকেল কলেজে উন্নীত হওয়ার পর থেকে পরিষেবার মান ও পরিকাঠামোগত মান অনেক উন্নতি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যাদের বাহুবল অর্থ বল এবং জনবল রয়েছে তারাই জিবি হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। যাদের অর্থবল অফিসিয়াল নেই তাদেরকে চিকিৎসার পরিসেবা পেতে হিমশিম খেতে হয়। এ ধরনের এক হৃদয়বিদারক করুণ চিত্র পরিলক্ষিত হয়েছে হাসপাতালে।

গরিব পরিবারের এক রোগীকে হাসপাতালে ভর্তি করানো হলে তাকে যথারীতি সিটে তোলা হয়। আশ্চর্যের বিষয় হল গতকাল সন্ধ্যার পর ওই রোগীকে মেঝেতে নামিয়ে রাখা হয়। একটি লাল কম্বল মেঝেতে বিছিয়ে তাকে অসহায় অবস্থায় ফেলে রাখা হয়। রোগীর অর্ধেক শরীর কম্বলের বাইরে এবং কিছুটা অংশ কম্বলের উপরে ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত রাত গড়িয়ে আজ সকাল হয়। চিকিৎসকরা রুটিন চেকআপে ওয়ার্ডে আসেন।

পরিতাপের বিষয় হলো চিকিৎসক-নার্স কিংবা স্বাস্থ্যকর্মীরা তার দিকে একটি বারের মত ফিরে তাকায়নি। বিনাচিকিৎসায় মেঝেতে কম্বলের উপর ছটফট করছে ওই অসহায় রোগী। জানা গেছে ওই অসহায় রোগীর সঙ্গে পরিবারের কোনো লোকজন কিংবা আত্মীয়-স্বজন নেই। সে কারণেই তাঁর প্রতি এত অবহেলা এবং অবজ্ঞা। ওয়ার্ডে চিকিৎসাধীন অন্যান্য রোগীর পরিবারের লোকজনদের অনেকেই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

জিবি হাসপাতালে চিকিৎসা পরিষবা তাদের কাছে প্রত্যাশিত নয় বলে জানান। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চিকিৎসা পরিষেবার হাল-হকিকত প্রত্যক্ষ করে সাংবাদিকরা রীতিমতো বিস্মিত হন। এখন দেখার বিষয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?