গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এদিন ৮ লাখ ৩৭ হাজার ৭২৯ জন শনাক্ত হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ৮ লাখ ১২ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৫৮ জনের মৃত্যু হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ১৩ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জনে।
ভারতে দৈনিক মৃত্যু পর পর তিন দিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের। এ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন করোনায় মারা গেছেন।