করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সার্বিকভাবে প্রস্তুত রয়েছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সার্বিকভাবে প্রস্তুত রয়েছে৷ এজন্য বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমানে রাজ্যে কোভিড রোগীদের জন্য ৫০৯টি শয্যা রয়েছে৷

পরিস্থিতি মোকাবিলায় আরও ২,১০০টি শয্যার সংস্থান রাখা হয়েছে৷ তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যে কোভিড টিকাকরণের প্রথম ডোজ ৭ লক্ষ ৭২ হাজার জনকে দেওয়া হয়েছে৷ এরমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রথম ডোজ টিকাকরণ হয়েছে ৯৩.৩ শতাংশ৷ প্রথম সারির কর্মীদের টিকাকরণ হয়েছে ৯৩.৫০ শতাংশ৷

৬০ বছর উর্ধে মোট ৩ লক্ষ ৯৮ হাজার ৬২২ জন ব্যক্তির টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ এখন পর্যন্ত ২ লক্ষ ৮৩ হাজার ৯৮৭ জনের টিকাকরণ করা হয়৷ ৪৫-৫৯ বছর পর্যন্ত ৭ লক্ষ ৬৭ হাজার ৭৩১ জনকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷

এখন পর্যন্ত টিকাকরণ করা হয় ৩ লক্ষ ৮৩ হাজার ৫০৬ জনকে৷ কোভিড টিকাকরণে রাজ্য এখন দ্বিতীয় স্থানে রয়েছে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সারা রাজ্যে মোট ১,১৪৫টি কোভিড ভ্যাকসিন সেন্টার রয়েছে৷

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/134547958650411/

টিকাকরণের কাজে যুক্ত রয়েছেন ১,৪৩০ জন স্বাস্থ্যকর্মী৷ তিনি জানান, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩৮৩ জন৷ এরমধ্যে ৩৩৬ জন হোম আইসোলেশনে রয়েছেন এবং ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ গতকাল পর্যন্ত পজিটিভিটির হার ছিলো ১.৯৭ শতাংশ৷

স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা প্রতিদিন কোভিড পরিস্থিতি মনিটরিং করবেন৷ তাছাড়া কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সচিব বিশাল কুমারকে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?