স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি ও সরকার অধিগৃহীত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷
তিনি জানান, আজ শিক্ষাদপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ স্বাস্থ্য সুুরক্ষার বিষয়কে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ রাজ্যের সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও অনলাইন ক্লাস যথারীতি চালু থাকবে৷ শিক্ষামন্ত্রী জানান, বিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের, মাদ্রাসার এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত পরীক্ষাসূচি অপরিবর্তিত থাকবে৷
https://www.facebook.com/ratanlalnathmnp/videos/305611321088111
এক্ষেত্রে পরীক্ষা নেওয়ার সময় সমস্ত ধরণের স্বাস্থ্যবিধি পালন করা হবে৷ কোনও ছাত্র-ছাত্রীকে মাস্ক পরিধান ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবেনা৷ বিদ্যালয়ে শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরীক্ষার দিন ছাড়া ৫০ শতাংশ থাকবে৷ তাছাড়াও বিদ্যালয়ে কোনও ধরণের জমায়েত, খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা যাবেনা৷