যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হচ্ছেন বার্নিকাট

অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল।। বাংলাদেশে দীর্ঘ সময় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে যাওয়া মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটকে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং বোর্ড অব দ্য ফরেন সার্ভিসের চেয়ারপার্সন হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি থেকে জানা গেছে, স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সাতটি খালি পদ পূরণে বাইডেন বৃহস্পতিবার ইচ্ছা প্রকাশের পর বিভিন্ন ব্যক্তির নাম ঘোষণা করা হয়।

মার্শা বার্নিকাট ওবামার আমল থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের সময় পর্যন্ত বাংলাদেশে কাজ করেন। ৪১ বছরের কূটনৈতিক জীবনের প্রায় চার বছর সময় ঢাকায় পার করেন মার্শা বার্নিকাট। ২০১৮ সালে তিনি বিদায় নেন। বার্নিকাট যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের কর্মজীবন সদস্য এবং ক্লাস অব মিনিস্টার- কাউন্সিলর পদমর্যাদার। এই মুহূর্তে তিনি দেশটির অর্থনৈতিক উন্নয়ন, শক্তি এবং পরিবেশ বিভাগের সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে ব্যুরো অব ওশনস, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স অব দ্য ডিপার্টমেন্ট অব স্টেটের ভারপ্রাপ্ত সহকারী সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসার আগে তিনি সেনেগাল, গিনি বিসাউয়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্টেট ডিপার্টমেন্টের মানবসম্পদ বিভাগের উপ-সহকারী সচিবও ছিলেন। বার্নিকাট মোট তিনটি বিদেশি ভাষায় কথা বলতে পারেন: ফ্রেঞ্চ, হিন্দি এবং রাশিয়ান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?