খোয়াই শহরে নিজ বাড়িতে ছুরি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, খোয়াই , ১৬ এপ্রিল।। খোয়াই শহরের বিপিসি পাড়ায় নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুর নাগাদ এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ব্যবসায়ীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ণ উঁকিঝঁুকি দিচ্ছে৷ এটি রহস্যজনক ঘটনা বলে অনেকেই আশঙ্কা করছেন৷ নিহতের নাম সুব্রত চৌধুরী (৫৫)৷ শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বাড়ির একটি পরিত্যক্ত মুরগির ঘর থেকে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার হয়েছে৷

পরিবারের তরফে দাবি করা হয়েছে সুব্রত চৌধুরী আত্মহত্যা করেছে৷ একটি ধারালো ছুরি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পারিবারিক সূত্রের খবর৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা৷ ঘটনার বিবরণে জানা যায়, সুব্রত চৌধুরীর পান দোকান রয়েছে৷ বাড়িতে অন্যান্য দিনের মতোই খাওয়াদাওয়া করতে এসেছিল৷ তার স্ত্রী রমা চৌধুরী জানান ভাত খাওয়ার জন্য তাকে ডেকেছিলেন৷

স্ত্রীকে নাকি বলেছিলেন আসছি, ভাত থালায় দিয়ে দোকানে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন স্ত্রী৷ স্ত্রী মুরগির ঘরের দরজা খুলতে গিয়ে লক্ষ্য করেন স্বামীর রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে রয়েছে৷ চিৎকার করতেই দ্বাদশ পরীক্ষার্থী মেয়ে ও বৃদ্ধা শাশুড়ি ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রশ্ণ উঠেছে ধারালো ছুরি দিয়ে নিজেই কিভাবে আত্মহত্যা করল ব্যবসায়ী৷ এর পেছনে কোন রহস্য রয়েছে কিনা তা নিয়েও নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনায় তদন্ত শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?