এমন ভয়াবহ ঘটনা ঘটানোর পর তিনি নিজেকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানান, জননিরাপত্তার ক্ষেত্রে ওই স্থানে এখন আর কোনো হুমকি নেই। পাশের আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনগুলো রাখা আছে, তা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। এই ঘটনায় শহরের পুলিশ মুখপাত্র জেনে কুক বলেন, ‘আমরা আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি যারা ঘটনাস্থলে মারা গেছেন। ’ আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।