কিং খান ভক্তদের উচ্ছ্বাসের মাঝেই মঙ্গলবার মুম্বাইয়ের বেশকিছু সংবাদমাধ্যম বলছে, ‘পাঠান’ কলাকুশলীদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সে কারণেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন খোদ শাহরুখ খান। আবার এমনও বলা হচ্ছে, এ খবরের কোনো সত্যতা নেই। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, যশরাজ ফিল্মসের তরফে ভীষণই সতর্কতা মেনে ‘পাঠান’-এর শুটিং হচ্ছে। সব কলাকুশলীদেরই নিয়মিত কভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। প্রত্যেক কলাকুশলী দুই দিনের বিরতি নিয়ে কাজ করছেন।
এর অর্থ এই নয় যে শুটিং বন্ধ করা হয়েছে। সমস্ত নিয়ম-বিধি মেনে যাতে ঠিকভাবে কাজ হয়, তার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এ ছবির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন সালমান খান। তাকে দেখা যাবে জনপ্রিয় ‘টাইগার’ সিরিজের নাম চরিত্রে। সব ঠিক থাকলে ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালের কোনো এক শুভ মুহূর্তে। করোনার সাম্প্রতিক ঢেউয়ে আক্রান্ত হয়েছেন বলিউডের প্রথম সারির অনেক তারকা। সে তালিকায় আছেন এ ইন্ডাস্ট্রির নামজাদা তিন খানের অন্যতম আমির খান।